NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
৩৭ পরিবারের সমস্যা, আসাম-মেঘালয় সীমাবিবাদ নিরসনে ডিসিদের রিপোর্ট দেওয়ার নির্দেশ
ওয়েটুবরাক, ১৫ জুলাই: আসাম-মেঘালয় সীমা সমস্যা নিরসনে শনিবার মেঘালয়ের উমকিয়াঙে উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী স্লিয়াওবালাং দার এবং আসামের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি তাতে অংশ নেন। সীমা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়৷ সমস্ত ব্যাপারে ঐকমত্য হলেও ৩৭ পরিবার নিয়ে সমস্যা মেটেনি৷ তাঁরা নিজেদের রাজ্যের দাবি ছেড়ে আসতে নারাজ৷ শেষে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলাশাসক অভিলাষ বারনওয়াল দুই আইএএস অফিসারকে বিতর্কিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷
দুই রাজ্যের দুই জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। মেঘালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় লোকজনও এতে অংশ নেন। ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, বন দফতরের আধিকারিকরা ৷
মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী দার এবং আসামের বনমন্ত্রী পাটোয়ারি বলেন, আসাম এবং মেঘালয় উভয় সরকারই দুটি জেলার মধ্যে সীমান্ত সমস্যা সমাধানে খুব আগ্রহী এবং বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
শুরুতে ক্লেরিয়াট সদরের এসডিও অভিনব কুমার সিং স্বাগত বক্তব্য রাখেন৷ দুই জেলাশাসক নিজেদের মতো করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন।