India & World UpdatesBreaking News

সঙ্কট কাটেনি, লকডাউন প্রত্যাহার শঙ্কার কারণ হতে পারে : হু
Withdrawal of lockdown may be a cause of concern: WHO

৬ জুন: করোনাকালে লকডাউন প্রত্যাহার ভারতের জন্য শঙ্কার কারণ হতে পারে। এমন মত প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্যসংস্থা (হু)’র বিশেষজ্ঞরা। সংস্থার জরুরিকালীন স্বাস্থ্য কর্মসূচির কার্যনির্বাহী সঞ্চালক মিচেল রিয়ান বলেন, এটা ঠিক ভারতে সেভাবে মারাত্মক রূপ নেয়নি করোনা ভাইরাস। কিন্তু তাই বলে সঙ্কট কাটেনি এখনও। ইতিমধ্যে করোনা আক্রান্তের গ্রাফে ইতালিকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে এসে গেছে ভারত। ফলে দেশে এই মুহূর্তে লকডাউন তুলে নেওয়া কতটুকু সুফল দেবে তা দেখার বাকি আছে।

Rananuj

তিনি বলেন, ভারতে সামাজিক সংক্রমণ হয়নি। তবে, দিন দিন দেশে করোনা আক্রান্ত বাড়ছে। দেশের বিভিন্ন রাজ্যের শহর ও গ্রামাঞ্চলে বিচ্ছিন্নভাবে বাড়ছে এই সংখ্যা। রিয়ান আরও জানান লকডাউন থাকার ফলেই সামাজিক সংক্রমণ হয়নি। কিন্তু এবারে সেই আটক নেই। আশঙ্কা এখানেই। লকডাউন ঘোষণার দিন ২৪ মার্চ দেশে ভাইরাস আক্রান্ত তালিকাভুক্ত ছিলেন ৫১২। আজকের দিনে তা আড়াই লক্ষের আশপাশে চলে গেছে।

‘হু’র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, অনেকেই ঘরে বসে নিজের কাজ করতে পারেন। আবার অনেককে যেতে হয় কর্মস্থলে। বাইরে বেরোনোর সংখ্যা অনেক বেশি। লকডাউনে সবাইকে একটা বাধ্যবাধকতার মধ্যে রেখেছিল। কিন্তু ভারতের মতো জনবহুল দেশে লকডাউন ছাড়া নিয়ম-শৃঙ্খলা ধরিয়ে দিয়ে করোনা সতর্কতা বাস্তবায়ন করা কতটুকু সম্ভব হবে, তা বলা মুশকিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker