India & World UpdatesHappeningsBreaking News

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলস্টেশনের মূল ভবন, আহত ২
With a loud noise the main building of railway station broke apart, 2 injured

৪ জানুয়ারি : ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সন্ধে ৮টা ১৫ মিনিট নাগাদ আচমকা ভেঙে পড়ে স্টেশনের মূল প্রবেশদ্বারের উপরের অংশ। ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, হোপনা টুডু নামে এক যাত্রীর অবস্থা গুরুতর। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে তাঁর চিকিত্সা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ আটকে নেই। কারণ ভেঙে পড়ার আগে ধুলো-বালি ঝরে পড়েছিল। সতর্ক হয়ে সেখান থেকে সরে দাঁড়ান যাত্রীরা। রেলের আধিকারিক অবশ্য আগে থেকে নিশ্চিত করে কিছু বলতে নারাজ।

Rananuj

নভেম্বরে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের ফুটব্রিজে পদপিষ্টের ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ১৫ জন। ডাউন পূর্বা এক্সপ্রেস ও আপ পুরুলিয়া লোকালের যাত্রীদের মধ্যে তাড়াহুড়োর জেরে ফুটব্রিজে ব্যাপক ধাক্কাধাক্কা শুরু হয়। পড়ে যান বহু যাত্রী। এ দিকে পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের ডিআরএম ইশা খান জানিয়েছেন, ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে নেই। বিষয়টি নিশ্চিত হতে চলছে ধ্বংস্তূপ সরানোর কাজ। রেলের এই পদস্থ কর্তা আরও জানিয়েছেন, এই ঘটনার জেরে বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ওপরে কোনও প্রভাব পড়েনি।

অন্যদিকে, এই ঘটনার জন্যে রেলের রক্ষণাবেক্ষনকেই দায়ী করেছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, বেসরকারীকরণের পথে এগিয়ে যাচ্ছে রেল, আজ বর্ধমান স্টেশনের ঘটনা তারই প্রমাণ। যাত্রী সুরক্ষা, স্টেশনের রক্ষণাবেক্ষণের দিকে আর নজর দিতে চাইছে না দফতর, এমনটাই অভিযোগ সাংসদের। একই সঙ্গে তাঁর দাবি, রেল বলছে রেলের ভাড়ার শূন্য। স্বাভাবিকভাবেই বরাদ্দ হচ্ছে না টাকা। অধীরের মতে, ১০০ টাকার পরিষেবা দিতে গেলে রেলের ১৪০ টাকা খরচ হয়ে যাচ্ছে। এতটাই অবস্থা খারাপ। তাই আর বাড়তি খরচ করতে চায় না রেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker