Barak UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটি থেকে এলেই করিমগঞ্জের যাত্রীদের বদরপুরে সোয়াব টেস্ট
৬ জুলাই : গুয়াহাটি থেকে এলেও করিমগঞ্জের যাত্রীদের সোয়াব পরীক্ষা করাতে হবে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গুয়াহাটি থেকে আসা যাত্রীদের সোয়াব টেস্ট বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন। গুয়াহাটিতে বর্তমানে কোভিড সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।
এই নির্দেশে বলা হয়েছে, গুয়াহাটি থেকে আসা যাত্রীদের বদরপুর রেল স্টেশনে গিয়ে লালারস দিতে হবে। পাশাপাশি যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে তীক্ষ্ণ নজরদারির মধ্যে থাকতে হবে। এই আদেশ অমান্য করলে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন ও কোভিড-১৯ রেগুলেশন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গোটা রাজ্যজুড়ে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখন ক্রমশ বরাক উপত্যকায়ও এই ভাইরাস থাবা বসিয়েছে।