Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে অটো ভাড়া দ্বিগুণ, ক্ষুব্ধ পড়ুয়াদের পথ অবরোধ
Exorbitant auto fare in Silchar; DTO unconcerned, students block road

১ ডিসেম্বরঃ কোভিড বিধির দরুন পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলার অজুহাতে ভাড়া দ্বিগুণ করেছিলেন অটো এবং ই-রিকশা চালকরা। খুব কম দিনই তারা পঞ্চাশ শতা্ংশের নিয়ম মেনে চলেছিলেন। সরকারি তরফে আনলকের আগেই তারা সামনে-পেছনে যাত্রী নিতে শুরু করেন। অখচ ভাড়া সেই দ্বিগুণ।

Rananuj

এর প্রতিবাদে বিভিন্ন সংস্থা সরব হলেও জেলা প্রশাসন বা পরিবহণ কর্তাদের কোনও হেলদোল নেই। এমনকি, এ ব্যাপারে নীরব জনপ্রতিনিধি এবং শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলি। অযৌক্তিকভাবে দ্বিগুণ অটোভাড়ার প্রতিবাদে মঙ্গলবার  ক্ষুব্ধ পড়ুয়ারা শহরের ক্যাপিটেল ট্র্যাভেলস এলাকায় অবরোধ গড়ে তোলেন।  মূলত এ দিন গুরুচরণ কলেজ ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন।  তাঁরা জানিয়ে দেন, অটোভাড়া করোনা-পূর্ব সময়ের হারে নেওয়া হলে শীঘ্র তারা অন্যান্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে গোটা শহর অচল করে দেবেন।

ঘণ্টাখানেকের অবরোধে শহরে তীব্র যানজট দেখা দেয়। তাতে সাধারণ মানুষ দুর্ভোগে পডলেও আন্দোলনকারীদের কথার  যৌক্তিকতা রয়েছে বলেই মন্তব্য করেন।  এ ব্যাপারে শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, এ নিয়েও আশঙ্কা ব্যক্ত করেছেন পথচলতি জনতার অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker