Barak UpdatesBreaking News
বেলা ৩ টায় শিলচরে ভোটের হার ৬৭ শতাংশ, করিমগঞ্জে হার ৬৮ শতাংশ
২১৮ এপ্রিলঃ দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে বৃহস্পতিবার বরাক উপত্যকার দুটি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রায় প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। দুপুর ৩টা পর্যন্ত শিলচর আসনে ভোট পড়েছে ৬৭ শতাংশ। করিমগঞ্জে ভোটদানের হার ৬৮ শতাংশ।
আসামের বাকি ৫টি আসনে সামগ্রিকভাবে ভোটদানের হার ৫৯ শতাংশ। তবে ইভিএম ও ভিভিপ্যাট মেশিনে কিছুটা ত্রুটি দেখা দেওয়ায় সকালে বেশ কয়েকটি আসনে দেরিতে ভোট শুরু হয়। কাছাড়ের নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক লয়া মাদ্দুরীর দেওয়া তথ্য অনুসারে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৪টি কন্ট্রোল ইউনিট, ১৭টি ব্যালট ইউনিট ও ৩৫টি ভিভিপ্যাট মেশিন বদলি করা হয়েছে।
সকালেই ভোটদান করেছেন শিলচর আসনের বিজেপি প্রার্থী রাজদীপ রায়, কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব, এনপিপি প্রার্থী নাজিয়া ইয়াসমিন লস্কর প্রমুখ। রাজদীপ ভোট দিয়েছেন রাধামাধব বালিকা বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে। সুস্মিতা দেবের কেন্দ্র তারাপুর নৃত্যময়ী বিদ্যালয়।
বহু কেন্দ্রে বয়স্ক ভোটার ও প্রতিবন্ধী ভোটারদেরও ভোট দিতে দেখা গেছে। এ বার এনআরসি আতঙ্কে ভোটদানে অন্যবারের তুলনায় ভোটারদের আগ্রহ বেশি বলে মনে করছেন অনেকে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবের মেজাজ দেখা গেছে। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোতে মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এ পর্যন্ত কোথাও কোনও অশান্তির খবর নেই।