Barak Updates
জগন-জিসু স্মরণে নানা কর্মসূচি
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৮৬ সালের ২১ জুলাই করিমগঞ্জে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন জগন্ময় দেব (জগন) ও দিব্যেন্দু দাস (জিসু)। তাঁদের স্মরণে প্রতি বছরের মতো এ বারও বরাক উপত্যকায় জগন-জিসু স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন তিন জেলাতেই শহিদ স্মরণের আয়োজন করেছে। এর মধ্যে শিলচর শহর আঞ্চলিক সমিতি বঙ্গ ভবনের দৃষ্টিনন্দনে সাহিত্যবাসরের উদ্যোগ নিয়েছে। সন্ধ্যা ৬টায় ওই অনুষ্ঠান শুরু হবে। সঞ্চালনায় থাকবেন এই অঞ্চলের পরিচিত কবি মহুয়া চৌধুরী। করিমগঞ্জ শম্ভু সাগর পার্কে সকাল ৮টায় শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে। সম্মিলিত ভাষা শহিদ স্মরণ মঞ্চও করিমগঞ্জে আগামীকাল অনুষ্ঠানসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে ৮টায় যেখানে জগন-জিসু খুন হয়েছিলেন, সেই পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে শহিদদের শ্রদ্ধা জানানো হবে। আজ সন্ধ্যায় তাঁদের স্মরণে একটি মশাল মিছিল শহর পরিক্রমা করে।
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শহিদ দিবসে শিলচরে এক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে। বক্তা দ্য ওয়ার-এর সহকারী সম্পাদক সঙ্গীতা বরুয়া পিসারোটি। এর পরেই নাগরিকত্ব সঙ্কটে কাঠগড়ায় মিডিয়া শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেবেন তৈমুর রাজা চৌধুরী, অরিজিত আদিত্য, প্রণবানন্দ দাশ, সঞ্জীব দেব লস্কর, মৃন্ময় দেব ও বিশ্বজিত দাস। সঞ্চালনায় জয়দীপ বিশ্বাস। রাজীব ভবনের কনফারেন্স হলে কাল বিকেল ৪টায় এই কর্মসূচি শুরু হবে বলে সম্পাদক অজয় রায় জানিয়েছেন।