Barak UpdatesHappeningsBreaking News

আজমির ফেরতদের সরকারি কোয়রান্টাইনে না রাখা নিয়ে প্রশ্ন তুললেন দত্তরায়
Why were those bus passengers from Ajmer not kept under facility quarantine, asks Pradip Dutta Roy

৮ মেঃ কোটা থেকে আসা ছাত্রছাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়রান্টাইনে রাখা হলেও আজমির ফেরতদের সোজা বাড়ি চলে যেতে বলা হল কেন? এই প্রশ্ন তুলেছেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি, গৌহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায়৷ তিনি বলেন, এমন এক আশ্চর্যজনক সিদ্ধান্তের জন্যই বরাক উপত্যকায় নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে৷ এ ব্যাপারে জেলা প্রশাসন এবং রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল কিনা, সন্দেহ প্রকাশ করেন প্রদীপবাবু ।

তাঁর কথায়, লকডাউন কড়া থাকা অবস্থায় তাদের আনা যেত। এখন লকডাউন অনেকটা  শিথিল হওয়ার পর তাদের আনায় গোটা বরাক উপত্যকায় সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে । এখনই এ ব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ সঙ্গে কোয়রান্টাইনের জন্য বহু বিবাহবাসর ভাড়া করে রেখেও কেন আজমির ফেরতদের বাড়ি পাঠানো হল, তা জানতে তিনি তদন্ত দাবি করেন৷ বলেন, প্রয়োজনে লকডাউন আরও কড়াকড়ি করে বাইরে আটকে পড়াদের আনার ব্যবস্থা করা হোক । তাদের এনে সরাসরি কোয়রিন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হোক।

প্রদীপবাবু সরকারিভাবে মদের দোকান খুলে দেওয়ারও সমালোচনা করেন৷ তিনি বলেন, তাতে দোকানগুলিতে প্রচণ্ড ভিড় হচ্ছে ।  সংক্রমণের  আশংকা বাড়ছে। বিষয়টি আরেকবার ভেবে দেখতে সরকারের কাছে অনুরোধ করেন৷ বিশ্ব হিন্দু পরিষদ , বজরং দলকেও  মদের বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুরোধ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker