Barak UpdatesHappeningsSportsBreaking News

মর্নিং ক্লাবের প্রাক্তন সচিব করুণাসিন্ধু দাস প্রয়াত

ওয়েটুবরাক, ২৮ জানুয়ারি : শিলচর মর্নিং ক্লাবের প্রাক্তন সচিব তথা সাঁতার প্রশিক্ষক করুণাসিন্ধু দাস আর নেই। বৃহস্পতিবার রাত ৯টা ২৬ মিনিটে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর । রেখে গেছেন স্ত্রী তপতী দাস, পুত্র কুমারস্বামী দাস, পুত্রবধূ রিঙ্কি দাস , কন্যা তানিয়া দেব, জামাতা অরিন্দম দেব, ভাই কৃপাসিন্ধু দাস, বোন, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় পরিজন।

প্রায় এক বছর ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন তিনি৷ বৃহস্পতিবার অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷

বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন রোড সহ শিলচরের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে আসে। ঘরোয়া ফুটবল খেলার নিয়মিত দর্শক ছিলেন তিনি৷ শিলচর ডিএসএর সুইমিং পুলে বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন বহুদিন। চাকরি জীবন কাটিয়েছেন বাটা কোম্পানিতে । ওখান থেকেই অবসর নিয়েছিলেন। সদা হাস্যময় এবং পরোপকারী ছিলেন তিনি। মর্নিং ক্লাব সহ আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন । ময়দানের জনপ্রিয় ব্যক্তির প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker