Barak UpdatesHappeningsBreaking News

কিশোরী উদ্ধার, মা-বাবার সন্ধান মিলল
Young girl rescued, her parents traced

৬ ডিসেম্বর: পুলিশ প্যারেড গ্রাউন্ডের সামনে এক তরুণীকে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়৷ স্থানীয় জনতা বা পুলিশ বারবার জিজ্ঞাসা করেও সঠিক জবাব পাচ্ছিলেন না৷

Rananuj

একবার বলে তার নাম মাসুমা বেগম৷ বাবা প্রয়াত ময়নুল হক, আরেকবার শোনায় বাবার নাম প্রয়াত জয়নুল হক৷ তবে সববারই শোনায়, তার বাড়ি কাটলিছড়ায়৷

তাকে নিয়ে সবাই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন৷ নানাজনে নানা ধরনের অনুমানের কথা জোর দিয়ে বলছিলেন৷ পুলিশ অবশ্য রীতি মেনে এগোয়৷ মেডিক্যাল কলেজে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়৷ রাতে তাকে নিয়ে কাটলিছড়ার উদ্দেশে রওয়ানা না হয়ে পাঠিয়ে দেয় ওয়ান স্টেপ নামের হোমে৷

কিছুক্ষণ পরই রামনগরের এক দম্পতি এসে জানান, মেয়েটি তাদের৷ মানসিক সমস্যা রয়েছে তার৷ বিভিন্নদিক থেকে জেরা করে পুলিশকর্তা নিশ্চিত হয়েছেন, তারাই মেয়েটির মা-বাবা৷ কিন্তু হোমে দিয়ে দেওয়ায় রাতে ফেরানো যায়নি৷ শনিবার তাকে মা-বাবার হাতে তুলে দেওয়া হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker