Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে শিশুদের ওজনভিত্তিক পুষ্টি আহার বন্টনWheat based nutritional food product distributed in Cachar
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : জেলার শিশুদের ওজন ভিত্তিক পুষ্টি আহার বন্টন শুরু হয়েছে৷ আজ সোমবার এর উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ শিলচর শহরের ইটখোলা ঘাটে তিন নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর ন্যায্যমূল্যের দোকানে এই কর্মসূচির সূচনা হয়। শহর এলাকার সাতটি অঙ্গনওয়াড়ি সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের হাতে জেলা সমাজ কল্যাণ বিভাগের ওয়েট বেজ নিউট্রিশন কার্যসূচির অন্তর্গত শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টি আহারের জন্য ৪৩ দিনের চাল বিতরণ করা হয়।
রাজ্য সরকারেরর নতুন করে ওজন ভিত্তিক নিউট্রিশন কার্যসূচির অন্তর্গত ন্যায্যমূল্যের দোকান থেকে কেজিপ্রতি তিন টাকা দরে চাউল ক্রয় করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই চাল বন্টন করা হচ্ছে। শিশু ও গর্ভবতী মহিলাদের এভাবে চাল বিতরণ করা হলে অঙ্গনওয়াড়ি সেন্টারের অর্থ সাশ্রয় করা সম্ভব এবং সাশ্রয় করা এই অর্থ দিয়ে শিশু ও গর্ভবতীদেরকে অন্যান্য স্থানীয় শাকসব্জি তথা পুষ্টিকর খাদ্যের জোগান সম্ভব হবে l
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জল্লি বলেন, ভালো মানের চাউল বিতরণ করা হচ্ছে, কেন্দ্রীয়ভাবে ক্রয় করা এই চাউল পোষণ অভিযানের উদ্দেশ্য সফল করবে এবং কোভিড পরিস্থিতি চলাকালীন শিশুদের অপুষ্টি থেকে মুক্তি পেতে অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে শিশু ও গর্ভবতীদের পোষণে যথেষ্ট সহায়ক হবে l এই সভায় জেলা সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক শাশ্বতী সোমও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন l
This will save expenditure of the centers which can be diverted towards purchase of the other nutritious food for the children. Inaugurating the scheme, the DC said, “Very good quality of rice will be distributed which will work towards strengthening the health of children during the challenging COVID pandemic situation. The scheme will also assist pregnant women to get rid of malnutrition”.
District Social Welfare Officer, Cachar Saswati Som also spoke on the occasion. The programme was also attended by Vobesh Deka, Area Supply Inspector, District Social Welfare Officer Saswati Som, Supervisors, SA, Poshan Officials, AWWs, AWHs & AWCMC President