NE UpdatesBarak UpdatesBreaking News
দুষ্কৃতীদের ধর্মীয় পরিচয় টানার পেছনে রহস্য কী, হিমন্তকে কমলাক্ষWhats the mystery behind disclosing religious identity of miscreants, Kamalakhya asks Himanta
১৮ ডিসেম্বর: নাগরিকত্ব আইনের সংশোধন নিয়ে গোটা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছেন, এমনটাই দাবি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের| তিনি বলেন, এতে অনেক জায়গায় সরকারি, বেসরকারি সম্পত্তি বিনষ্ট হয়েছে। তা অত্যন্ত নিন্দনীয়, দু:খজনক। এধরনের ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্বে বিহীত গ্রহণের দাবি করেন তিনি|
কিন্তু এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে সমাজে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে কমলাক্ষ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করেন| বলেন, একজন মন্ত্রী কী করে জানান, অমুক জায়গার ঘটনায় যাদেরকে পুলিশ আটক করেছে তাদের বেশিরভাগ মুসলমান। তমুক জায়গায় প্রতিবাদের নামে যারা সরকারি সম্পত্তি বিনষ্ট করেছে, তাদের সকলেই মুসলিম।কমলাক্ষের কথায়, আন্দোলনের নামে যারা অপকর্মে জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু তাই বলে দুষ্কৃতকারীদের দুষ্কৃতী না বলে বিশেষ সম্প্রদায়কে দোষারোপ করা কেন?
কমলাক্ষ বলেন, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার কাছে সি সি ক্যামেরার ফুটেজ রয়েছে বলে হুমকি দিচ্ছেন| হতেই পারে তাঁর কাছে ফুটেজ রয়েছে| এরপরেই কংগ্রেস বিধায়কের পাল্টা হুমকি, তাই বলে কি আমাদের কাছে কিছুই নেই? আমরাও তো দেখিয়ে দিতে পারি, ক্যাবের নামে রাজ্যের বিভিন্ন জেলায় আন্দোলনের নামে যারা সম্পত্তি বিনষ্ট করেছে তাদের মধ্যে বিজেপির নেতা-কর্মীরাও রয়েছেন। তাঁর কথায়, আসলে হিমন্ত দুষ্কৃতকারীদের নাম ধরে বলছেন, যাতে করে মানুষে মানুষে আরও বেশি করে বিভাজন সৃষ্টি হয়।