Barak UpdatesHappenings

বছরভর অশান্তি চললে কী আর হবে, বলেছেন উপাচার্য দিলীপচন্দ্র নাথ
What more will we achieve if unrest goes on throughout the year, says VC Dilip Chandra Nath

//অধ্যাপক দিলীপচন্দ্র নাথ//

আসাম বিশ্ববিদ্যালয় এনআইআরএফ-এর তৈরি সেরা একশোর তালিকায় নেই, এটা ঠিক৷ কিন্তু আবার খুব বেশি দূরেও নয়৷ ১০১ বা ১০৪ এমনই হবে৷ আগের বছরগুলির তুলনায় খুব একটা বেশ-কম হয়নি৷ আমাদের যে অবস্থান ছিল, আমরা এ বারও প্রায় ওই জায়গাতেই রয়েছি৷

আসলে এখানে দুটো বিষয়৷ টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এক জায়গায় নিয়ে তালিকা তৈরি করলে, তারা একশোর মধ্যে অনেকগুলি দখল করে নেবে, এটা স্বাভাবিক৷ একদম উপরের দিকে তাকালে দেখা যায়, এরাই সব৷ গৌহাটি বিশ্ববিদ্যালয়ও আগের চেয়ে অনেকটা নেমে গিয়েছে৷ টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলি আগে এনআইআরএফে আসত না৷ এখন আসায় অন্য সবাই নীচে নেমে আসছে৷ দ্বিতীয়ত, আমাদের ক্যাম্পাস এত অশান্ত থাকে, কী বলব! এত অশান্ত থাকলে কত আর ভাল হবে! গত বছর তো একের পর এক অশান্তি লেগে ছিল৷বিষয়টি সবকিছুর ওপর প্রভাব ফেলে৷ শিক্ষকদের মানসিকতা, ভাল ছাত্রের মানসিকতায় বেশ চাপ সৃষ্টি করে৷ সমাজে প্রতিষ্ঠানের ভাবমূর্তিও খারাপ হয়ে যায়৷ অশান্তির জন্য কিছু কিছু জায়গায় হয়তো ১-২ নম্বর পেয়েছি আমরা, আইআইটিগুলো ১০০-র মধ্যে ১০০ ৷

উন্নত প্রকাশনারও বড় পয়েন্ট থাকে৷ আমাদের হয়তো উন্নতমানের তেমন প্রকাশনা  নেই৷ এখানেও ওই এক কথা, ক্যাম্পাসে যদি অশান্তি থাকে, উন্নতমানের কাজ শিক্ষকদের কাছে কতটা আর পাওয়া যায়! তবে এই বছরে শান্তি ফেরানো গেলে, ভাল কাজই হবে৷ আমরা আগের নম্বরের কাছাকাছিই রয়েছি৷ গত বছর ৯৭ ছিল, সেখান থেকে আমরা খুব দূরে যাইনি৷ এ বার শুধু আমাদের প্রকাশনার গুণমান বাড়াতে হবে৷ ক্যাম্পাস যদি শান্ত থাকে, আর শিক্ষকরা যদি ভাল কাজ করেন, আমরা আশ্বস্ত করতে পারি, বিশ্ববিদ্যালয়ের মান বাড়বে৷ শিক্ষকদের বলব ভাল প্রকাশনার জন্য৷  এখানে আমার চেয়ে বেশি প্রভাব ফেলেন শিক্ষকরা৷ এ তো ঠিক, পরিস্থিতি যদি অশান্ত হয়ে যায়, তাঁরা কাজটা করবেন কীভাবে৷ মন খারাপ হয়ে যায়৷ তাই গতবছর কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হই৷

এ বারও তো ভালই কিছুই আশা করছিলাম৷ কিন্তু অশান্তিই সব সর্বনাশ করে দেয়৷  আর অশান্তিটা কিন্তু ছাত্ররা করে না৷  অদৃশ্য শক্তি থাকে৷ তারা ছাত্রদের দিয়ে করায়৷ সে জন্য কড়া পদক্ষেপ নিতে হয়৷  তাই করলাম৷  আশা করা যায়, আগামী তিন-চার বছর ভাল কেটে যাবে৷ এখন সবাই মিলে কাজ করতে হবে৷ আমাদের শিক্ষকরা কিন্তু খুব ভাল৷ ছাত্রদের অনেকের কোয়ালিটি একটু খারাপ, এটা মানতে হবে৷ আসলে ভর্তির সময় আমাদের একটু কমপ্রোমাইজ করতে হয়৷ অস্বীকার করে লাভ নেই৷ নইলে তারা যাবে কোথায়৷

তাই বারবার একটাই কথা বলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত থাকতে হবে, শান্ত রাখতে হবে৷  এ ব্যাপারে এই অঞ্চলের মানুষকেও দায়িত্ব নিতে হবে৷

(আসাম বিশ্ববিদ্যালয় একশোর তালিকায় নেই৷ এ ব্যাপারে উপাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি যা বললেন, এখানে হুবহু তুলে ধরা হল৷)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker