India & World UpdatesHappeningsBreaking News
আমফানের প্রকোপে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু, জানালেন মমতাWest Bengal devastated, 72 lives claimed by cyclone Amphan: Mamata
২০ মে : বিধংসী সাইক্লোনে বিধ্বস্ত হয়ে গিয়েছে পুরো পশ্চিমবঙ্গ। নেই নেটওয়ার্ক, এখনও পর্যন্ত অন্ধকারে ডুবে রয়েছে বাংলার একাংশ। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। এই পরিস্থিতিতে ক্রমশ মৃত্যুর খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। এখনও পর্যন্ত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ পর্যন্ত আমফানে রাজ্যে মৃত ৭২ জন।
মুখ্যমন্ত্রী জানান, শুধু কলকাতায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুন্দরবনে ৪ জনের, হাওড়ায় ৭ জনের, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের, পূর্ব মেদিনীপুরে ৬ জনের, চন্দননগরে ২ জনের, বারুইপুরে ৬ জনের এবং ডায়মন্ডহারবারে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় পরবর্তী বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উচ্চপদস্থ আমলা ও গুরুত্বপর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। জেলাগুলির পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। বাংলায় ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। অনেক মানুষকে সরানো হয়েছে বলে বহু মানুষের মৃত্যু আটকানো সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। তবে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে। তবে সরকার পাশে আছে, মানুষকে ভয় না পাওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অন্যদিকে, মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের তরফে অমিত শাহ ফোন করেছিলেন। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান। আশা করা যায়, সাহায্য করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায়, কিছু বলার নেই। মমতা আরও জানিয়েছেন, ক্ষয়ক্ষতি সামলাতে হাজার কোটির তহবিল তৈরি করা হচ্ছে প্রাথমিক ভাবে। আবহাওয়ার উন্নতি হলে দুই ২৪ পরগনা পরিদর্শন করতে বের হবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।