India & World UpdatesBreaking News
এভারেস্টের চূড়োয় আবহাওয়া স্টেশন
Weather station set up at Everest peak

১৬ জুন : এভারেস্টের চুড়ায় বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন বসাল ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। এভারেস্টের চূড়ায় স্থাপন করা হয়েছে একটি সম্পুর্ণ স্বয়ংক্রিয় মেশিন। যা খুব সহজেই আবহাওয়ার খবর দেবে আবহবিদদের। তবে শুধু আবহবিদরাই নন, গবেষক, পর্বতারোহী এমনকি সাধারণ মানুষও এই স্বয়ংক্রিয় মেশিনটির দ্বারা উপকৃত হবেন। কারণ এই মেশিনেই ফুটে উঠবে পাহাড়ের সব তথ্য।
প্রসঙ্গত, বিশ্বে প্রথম এত উচ্চতায় আবহাওয়া দপ্তর স্থাপন করা হল। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মার্কেটিং এবং কমিউনিকেশনের ডিরেক্টর জানিয়েছেন, ‘এভারেস্টের বিভিন্ন উচ্চতায় বসানো হয়েছে এই স্বয়ংক্রিয় মেশিন। যার মধ্যে ৮,৪৩০ মিটার উচ্চতায় ব্যালকোনি এরিয়া এবং ৭,৯৪৫ মিটার উচ্চতায় সাউথ কোলে বসানো স্টেশন দুটি ইতিমধ্যেই চালু করা হয়েছে।’
এর পাশাপাশি অন্যান্য আবহাওয়া স্টেশনগুলির মধ্যে রয়েছে, ফোর্টসে (৩৮১০ মিটার উচ্চতা), এভারেস্ট বেস ক্যাম্প (৫৩১৫ মি), এভারেস্ট বেস ক্যাম্প ২ (৬৪৬৪ মি)। জানা গিয়েছে, এই প্রতিটি স্টেশনেই ধরা পড়বে পরিবেশের তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বারোমেট্রিক প্রেসার, বাতাসের গতিবেগ, বাতাসের গতিপথ ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কিত তথ্য। ফলে এভারেস্টে আগে তাপমাত্রা পরিমাপ করতে আবহাওয়াবিদদের যে সমস্যা হতো, এই স্টেশন চালু হওয়ায় তার অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।