India & World UpdatesHappeningsBreaking News
Wearing helmet during ride will fetch 1 kg onion free of cost!হেলমেট পরলেই ১ কেজি পেঁয়াজ বিনামূল্যে !
৯ ডিসেম্বর : ট্রাফিক নিয়ম মেনে হেলমেট পরে গেলেই ১ কেজি পেঁয়াজ উপহার বাইক চালকদের। পথ সচেতনতায় এই অভিনব উদ্যোগ নিয়েছে পল্লিমঙ্গল সমিতি। সকাল ৭টা থেকে দুপুর ১টা অবধি পাল্লা রোডের রাস্তায় সচেতনতা শিবিরে হেলমেট পরে যাওয়া ৩২ জন বাইক চালককে ১ কেজি করে পেঁয়াজ উপহার পল্লিমঙ্গলের। পেঁয়াজের দুর্মূল্য দামের সময়ে হেলমেট পড়ে রাস্তায় বেরিয়ে সচেতনতার বিনিময়ে পেঁয়াজ পেয়ে খুশি বাইক চালকরা।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৩২ জন হেলমেট পরে গেলেও এ দিন দু’শ-র উপরে বাইক চালক হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে আফশোসে কপাল চাপড়াচ্ছেন। পেঁয়াজ না পেয়ে কপাল চাপড়াচ্ছেন বটে, কিন্তু হেলমেট না পরলে আপনার জীবনের জন্য আপনার পরিবারকে কপাল চাপড়াতে হবেই। তাই পেঁয়াজ নয়, নিজের জীবনের গ্যারান্টির জন্য হেলমেটটা দয়া করে পরুন, পল্লিমঙ্গল সমিতির তরফে এই রকম পথ সচেতনায় পেঁয়াজ বিলি সারপ্রাইজ ইভেন্ট হিসেবে সপ্তাহে ১ দিন করা হবে হঠাত্ কোনওদিন আবার। তাই দুর্মূল্যের বাজারে বিনা পয়সায় পেঁয়াজ পেতে পথ নিরাপত্তা মেনে হেলমেট পরে বেরোলে ক্ষতি কি! পেঁয়াজের উপরি পাওনা নিজের জীবনের সুরক্ষার গ্যারান্টি! তা-ই দিতে চেয়েছেন বর্ধমানের মেমারির পাল্লা রোডের পল্লিমঙ্গল সমিতি।