Barak UpdatesHappeningsBreaking News
মিজোদের পাল্টা মারব না, এক ইঞ্চি জমিও ছাড়ব না, বললেন হিমন্তWe won’t retaliate, but would also not leave an inch of land, says Himanta in Silchar
ওয়েটুবরাক, ২৮ জুলাই : মিজোরামের গুলিতে আসাম পুলিশের ৫ জওয়ানের মৃত্যু হলেও পাল্টা মারের পথে যাবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ শিলচরে দফায় দফায় পর্যালোচনার পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আরও প্রাণদানের প্রয়োজন হলে আসাম প্রস্তুত রয়েছে৷ তবু ভারতীয় কারও বিরুদ্ধে গুলি চালাবে না৷ পাশাপাশি সতর্ক করে দেন, এক ইঞ্চি জমি ছাড়ব না৷
মিজোরাম সীমান্ত সুরক্ষার জন্য কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় তিন ব্যাটেলিয়ন কমান্ডো মোতায়েন করা হবে৷ ৪ হাজার জওয়ান সর্বক্ষণ মিজোরাম সীমান্ত প্রহরা দেবে৷
LIVE PC From Silchar – Paid my tributes to the 5 martyred Assam Police bravehearts and visited SMCH to enquire about the health status of our injured personnel. Also reviewed the law and order situation in Silchar. https://t.co/qcmatGeNnp
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 27, 2021
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহত ৫ জওয়ানদের পরিবারে ৫০ লক্ষ টাকা করে এককালীন সহায়তা প্রদান করা হবে৷ প্রতিটি পরিবারে নিকটাত্মীয়দের একজনকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়া হবে৷ এ ছাড়া, মোট ৪২ জন জওয়ান জখম হয়েছেন৷ তাঁদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে প্রদান করা হবে৷ মিজোরামের সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত পুলিশ কর্মীদের একমাসের বেতন অতিরিক্ত প্রদানের কথাও তিনি এ দিন ঘোষণা করেছেন৷
এ দিনই বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে পুলিশ সুপার বৈভব নিম্বলকরকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে৷ ধলাইর ওসি সাহাবউদ্দিন সহ তিনজনকে পৃথক এয়ার অ্যাম্বুলেন্সে গুয়াহাটিতে পাঠানো হয়েছে৷
5. We shall file a suit in the Hon Supreme Court seeking intervention to ensure that not an inch of reserve forest are is encroached upon
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 27, 2021