Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

বাঁধকাণ্ডে রাজু গ্রেফতারে বিভিন্ন চর্চা

ওয়েটুবরাক, ১৪ জুলাই : বেতুকান্দি কাড়ারপারে বাঁধ কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু দেব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ বর্তমানে তাকে রিমান্ডে এনে শিলচর সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এই মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷

Rananuj

এর আগে থানায় তুলে আনা হয়েছিল ঠিকাদার নাজির হোসেন লস্কর, রিপন খান, কামুল খান এবং নিতু আহমেদ লস্কর৷ তাঁরা সবাই এক জনগোষ্ঠীর বলে সোস্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছিল৷ অনেকে গোটা ইস্যুতে মুসলমানদের দোষারোপ করছিলেন৷ রাজু গ্রেফতারের পর এই আলোচনা ভিন্ন খাতে বইতে শুরু করেছে৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা চর্চা৷ অনেকের মন্তব্য, বাঁধ কাটার মধ্যে যে কোনও বিশেষ গোষ্ঠী জড়িত ছিল না, এটা প্রমাণিত হয়ে গিয়েছে৷ কেউ কেউ এক ধাপ এগিয়ে গিয়ে বলতে থাকেন, এখন আর কেউ জাতি-ধর্ম-বর্ণ উল্লেখ করে গালাগালি করছেন না যে!

রাজু দেব একসময় বিজেপিতে বেশ সক্রিয় ছিল৷ ওই সূত্র ধরে দুই-চারজন বলেন, তবে কি বাঁধ কাটায় শাসকদলই জড়িত ছিল? রাজু অবশ্য এখন আর দলে সে ভাবে সক্রিয় নয়৷ কয়েকমাস আগে শিলচর রেলস্টেশনে জলজীবন মিশনের ব্যানারে কালি মাখানোর ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে রাজুও ছিল৷

কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর অবশ্য বাঁধ কাটার ঘটনাকে সাম্প্রদায়িক মোড়কে না বাঁধতে আগেই সতর্ক করে দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker