Barak UpdatesHappenings
জমাজলে বন্দি শিলচরWater logging at various parts of Silchar
১১ জুলাইঃ ভোর পৌনে ৬টায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে প্রায় আধঘণ্টা। পরে সারাদিন আকাশ মুখভারি করে থাকলেও বর্ষণ সামান্যই। কখনও ইলশেগুঁড়ি, কখনও ঝিরঝিরে। তাতেই শিলচর শহর জলবন্দি। কোথায় জল জমেছে, সে প্রশ্নে না গিয়ে কোথায় জমেনি, আগ্রহভরে তা-ই জানতে চান সবাই। শিলংপট্টি, অম্বিকাপট্টি, লিঙ্করোডে সকাল থেকে জল থইথই। ডুবেছে দাস কলোনি, পঞ্চায়েত রোড, ন্যাশনাল হাইওয়ে, উকিলপট্টি সহ প্রায় সমস্ত গলি-উপগলি। প্রেমতলা, নাজিরপট্টিতে বহু দোকানঘরে জল ঢুকেছে।
অন্যত্র ভেতরে জল জমা না হলেও দোকানে ঢোকার উপায় নেই। নিয়মিত বা অনিয়মিত, পুরসভা নর্দমা সাফাই করলেও খাল সংস্কারের কথা না ভাবার দরুনই মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অবশ্য সাধারণ জনতাকে দোষারোপ করছেন প্লাস্টিক-থার্মোকল ব্যবহারের জন্য।