NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় আরও ১৩জন পজিটিভ, সব মিলিয়ে সংক্রমিত ৪২Tripura: 13 more COVID-19 +ve cases, total rises to 42
৫ মেঃ ত্রিপুরায় ১৩৮ নং ব্যাটেলিয়ন বিএসএফ ক্যাম্পের আরও ১৩জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে একজন মেস ওয়ার্কার। বাকিরা জওয়ান। এ নিয়ে ত্রিপুরায় সংক্রমিত হলেন মোট ৪২জন। তাদের মধ্যে 2জন অবশ্য আগেই সুস্থ হয়ে উঠেছেন। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরই একের পর এক বিএসএফ-এর আমবাসা জওহরনগর স্থিত একই ক্যাম্পের জওয়ানদের পজিটিভ ধরা পড়ছে। প্রথমে ২জন। এরপর ১২জন। সোম ও মঙ্গলবার দুইদিন ধরা পড়লেন ১৩জন করে।
Alert!
13 persons from 138th-Bn #BSF Ambassa found #COVID19 POSITIVE today including 1 Mess worker.
Total #COVID19 positive cases in Tripura stands at 42 (2 already discharged, so active cases : 40)
There is no POSITIVE case among civilians.
Don't Panic!#TripuraCOVID19Count
— Biplab Kumar Deb (@BjpBiplab) May 5, 2020
এ নিয়ে ধলাই জেলায় তো বটেই, গোটা রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, ভয়ের চেয়ে সতর্কতা বেশি জরুরি। যারাই সংক্রমিত হয়েছেন, সবাই একই ক্যাম্পের। ফলে সাধারণ জনতার মধ্যে তা ছড়িয়ে পড়েনি বলেই মনে করা হচ্ছে। তিনি সবাইকে নিজের স্বার্থে এবং রাজ্যবাসীর স্বার্থে লকডাউনের নিয়মনীতি কঠোরভাবে মেনে চলতে অনুরোধ করেন।