Barak UpdatesHappeningsBreaking News

ওয়েটুবরাকের পুজো-লাইভ আজ থেকে: ”পুজো দেখা, হেঁটে নয় নেটে”
Watch way2barak Durga Puja Live

২১ অক্টোবর: করোনা আবহে এ বারের দুর্গাপূজা৷ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় অনেকেই ঘর থেকে বেরোতে চাইছেন না৷ ৬৫ বছরের বেশি এবং ১০ বছরের নীচে যারা, তাদের বেরনো তো দুর্যোগ মোকাবিলা আইনেই বারণ৷ তাঁদের ছেড়ে পুজো দেখতে যাওয়ার মন চাইছে না অনেকের৷ তাঁদের কথা ভেবে এ বার ঘরে বসে পুজো দেখার ব্যবস্থা করেছে ওয়েবপোর্টাল ‘ওয়েটুবরাক’৷

বুধবার অর্থাৎ মহাপঞ্চমীর সন্ধ্যা থেকে শুরু হবে এই বিশেষ পূজাদর্শন “পুজো দেখা হেঁটে নয়, নেটে”৷ ফেসবুক বা ইউটিউবে way2barak লিখলেই পেয়ে যাবেন পুজো দেখার নতুন ঠিকানা way2barak৷ কখন আপনারা কোন পুজো দেখতে পাবেন, তাও জানতে পাবেন ওই ফেসবুক পেজে৷ ওয়েটুবরাক কর্তৃপক্ষ শিলচরের পাশাপাশি করিমগঞ্জ, হাইলাকান্দি তো বটেই, দেখাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরার পুজোও৷ শুধু অনুরোধ, পুজো মণ্ডপে ভিড় নয়, ফেসবুক পেজে সার্চে গিয়ে way2barak লিখুন৷ ব্যস, ঘরে বসে দেখুন পূজা-লাইভ “পুজো দেখা হেঁটে নয়, নেটে”৷

কোনও পূজা কমিটি নিজেদের পুজো ওয়েটুবরাকের মাধ্যমে দেখাতে চাইলে way2barak@gmail.com -এ মেল করে নিজেদের আগ্রহের কথা জানাতে পারেন, বা 9435119210 নম্বরে হোয়াটস অ্যাপ করতে পারেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker