NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
এনআরসিতে নাম না থাকলেও ভোট দিতে পারবেন একুশেVote can be cast in 2021 polls even if name not included in NRC
৩ জানুয়ারি: এনআরসিতে নাম না থাকলেও ২০২১ সালের বিধানসভা ভোটে ভোট দিতে বাধা নেই৷ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ তবে ঘোষিত বিদেশি ও ডি ভোটাররা পুরনো সিদ্ধান্ত মেনেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না।
এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া একে এখনও স্বীকৃতি দেয়নি। এমনকি ১৯ লক্ষাধিক মানুষের নাম বাদ পড়ার কারণ জানিয়ে রিজেকশন লেটার দেওয়ার কাজও এখনও শুরু হয়নি।
এই পরিস্থিতিতে তাঁরা ভোট দিতে পারবেন কী না, প্রশ্ন দেখা দিয়েছিল। রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার লক্ষ্মীনন্দন শহরিয়া জানান, এ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এনআরসির প্রক্রিয়ার সঙ্গে আপাতত ভোটার তালিকার কোনও সম্পর্ক নেই। তাই ফরেনার্স ট্রাইবুনাল বা অন্য আদালতে বিদেশি ঘোষিত ব্যক্তি, নাগরিকত্ব মামলায় বিচারাধীন ডি-ভোটার বাদে বাকিদের ভোটদানের ক্ষেত্রে কোনও বাধা নেই। শহরিয়া জানান, যতক্ষণ ফরেনার্স ট্রাইবুনালে বিচার না শুরু হচ্ছে, ভোটদানে সমস্যা নেই৷