Barak UpdatesBreaking NewsFeature Story

Voluntary traffic cop Satyabrata to be given monthly Rs.3,000 by MLA Dilip Paul
বিনা বেতনের ট্রাফিক সত্যব্রতকে মাসে ৩ হাজার টাকা করে দেবেন দিলীপ পাল

১৯ মার্চ: শিলচর শহরের রাঙ্গিরখাড়ি, চণ্ডীচরণ রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়মিত দেখা যায় যে সাদা পোশাকের যুবককে, তিনি আসলে পুলিশের লোক নন৷ কেউ তাকে বেতন দিয়ে রাখেনি ওই কাজে৷ স্বেচ্ছায় প্রতিদিন বেসরকারি ফার্মের দিনভর খাটুনির পরও বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়েন সত্যব্রত ভট্টাচার্য৷

প্রচণ্ড যানজটের ঘণ্টাতিনেক তিনি ট্রাফিকের ভূমিকা পালন করেন৷ সমাজের জন্য কাজ করতে হলে যে বিশাল টাকার মালিক হতে হয়  না, প্রয়োজন পড়ে না উচ্চশিক্ষারও, সত্যব্রত তা প্রমাণ করে দিয়েছেন৷ তাই তাঁকে সংবর্ধিত করলেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল৷ বুধবার বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, বিধানসভার সদস্য হিসাবে নিজের  প্রাপ্ত বেতন থেকে তিনি সত্যব্রতকে ৩ হাজার টাকা করে প্রদান করবেন৷

এ অবশ্য শুধু ঘোষণা নয়৷ তিনি তা ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর করে দেন৷ বিগত তিনমাসের বেতন ওই অনুষ্ঠানেই সত্যব্রতের হাতে তুলে দেন৷ সঙ্গে দেন পরবর্তী ৯ মাসের ৯টি পোস্ট-ডেটেড চেক এবং একটি সুদৃশ্য সংবর্ধনা স্মারকও৷  দিলীপবাবু স্বেচ্ছা-ট্রাফিক সত্যব্রতকে একজন সত্যিকারের সমাজকর্মী বলে উল্লেখ করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ডল সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিংহ, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সহ দলের অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker