Barak UpdatesSportsBreaking News
টাউন ক্লাবের অ্যাথলেটিক্স শুরু ৮ জানুয়ারি
৫ জানুয়ারি: শিলচর টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়ে গেছে আরও আগেই। এবার শুরু হবে বার্ষিক ক্রীড়ার ৬৭ তম সংস্করণের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। তিনদিন ব্যাপী ট্র্যাক অ্যান্ড ফিল্ড শুরু হবে আগামী ৮ জানুয়ারি। সেদিন সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রেশন। ৯টায় শুরু হবে খেলা।
টাউন ক্লাব তাদের পরম্পরা বজায় রেখে প্রতি বছর বার্ষিক ক্রীড়া করে চলছে। এবার এই আসর শুরু হয়েছে ২৩ ডিসেম্বর। সেদিন পতাকা উত্তোলনের পর হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারি হয় আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা । এবার শুরু হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলা হবে সাব জুনিয়র, জুনিয়র, ওপেন ক্যাটাগরিতে। প্রতিটি বিভাগের সেরা বালক ও সেরা বালিকাকে ট্রফি ছাড়াও আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া এবারও ভেটারেন, মাদার ও চিলড্রেন স্পোর্টস হবে। ভলিবল হবে ২৪ ও ২৫ জানুয়ারি । প্রতিটি ইভেন্টের পর মাঠেই পুরস্কার প্রদান করা হবে। আজ এক সাংবাদিক বৈঠক করে এ সব তথ্য পেশ করেন ক্লাবের সহ-সভাপতি রতনলাল সিরোহিয়া ও ক্লাব সচিব নন্দদুলাল রায়। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ রায়, দীপককান্তি দত্তবিশ্বাস, মলয় ভট্টাচার্য , বিকাশ দাস, সমর রায় প্রমুখ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানিয়েছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড হবে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে। থ্রোয়িং ও জাম্পিং ইভেন্ট হবে টাউন ক্লাবের মাঠে। প্রসঙ্গক্রমে তারা মালুগ্রামের জয়কুমার স্কুলের প্রশংসা করেন। প্রতি বছর এই স্কুল থেকে ৫০ জনের বেশি খেলোয়াড় অংশ নেয়। প্রচুর পুরস্কারও পায় এই স্কুলের পড়ুয়ারা। এটা এক ইতিবাচক দিক।