NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
Violence in Dima Hasao during ongoing bandhবনধ চলছেই, ডিমা হাসাওয়ে হিংসা
১১ ফেব্রুয়ারি: গাড়িতে আগুন, ভাঙচুর, পাথরবৃষ্টি, রাবার বুলেটে জখম, গ্রেফতার৷ এগুলোই অনির্দিষ্টকালের ডিমা হাসাও বনধের প্রথম দিনলিপি৷
হাফলঙে মঙ্গলবার দফায় দফায় বনধ সমর্থক ও বিরোধীদের মধ্যে পাথরবৃষ্টি হয়৷ মহাদেব টিলায় পুলিশের গাড়ি আক্রান্ত হয়৷ সিনট রোটারিতেও পুলিশ-পিকেটার সংঘর্ষ বাঁধে৷ পিকেটাররা স্বশাসিত পরিষদের সামনে বেশকিছু গাড়িতে ভাঙচুর চালায়৷ বনবিভাগের একটি গাড়ি জ্বালিয়ে দেয়৷ পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ তাতে ৭জন জখম হয়েছেন৷ তাদের হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ডিমা হাসাও জেলাকে দুইভাগ করে অডিমাসা জনজাতিদের জন্য পৃথক জেলার দাবিতে অনির্দিষ্টকালের এই বনধ ডেকেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম৷ প্রথম দিনে ডিমাসা অধ্যুষিত এলাকায় বনধের তেমন প্রভাব পড়েনি৷ তবে হাফলং, মাহুর ও হারাঙ্গাজাওয়ে দোকানপাট, যানবাহন বন্ধ ছিল৷ প্রশাসনের পক্ষ থেকে অফিসে আসা বাধ্যতামূলক বললেও কর্মীদের উপস্থিতি ছিল খুব কম৷ ট্রেন চলাচলকে তারা বনধের আওতার বাইরে রেখেছে৷ পুলিশ ইন্ডিজেনাস পিপলস ফোরামের সভাপতি সামসুদ্দেন বে জেমি ও ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমকে গ্রেফতার করেছে৷