Barak UpdatesHappenings

ত্রাণ বিতরণ করছে বিশ্ব হিন্দু পরিষদও
VHP gives relief to the poor & needy

১৫ এপ্রিলঃ লকডাউনের দরুন মানুষের দুঃখদুর্দশা উত্তরোত্তর বেড়ে চলেছে। বেশি দুর্যোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এমনটাই উপলব্ধি বিশ্ব হিন্দু পরিষদের। তাই তাঁরা দেশ জুড়ে ত্রাণ বিতরণে নিয়োজিত রয়েছেন। ব্যতিক্রম নয় সংগঠনের দক্ষিণ-পূর্ব প্রান্তও। বিশ্ব হিন্দু পরিষদ এবং তাঁর প্রতিটি ইউনিট বজরং দল, একল বিদ্যালয়, দুর্গাবাহিনী এবং মাতৃশক্তি ৩ হাজার ৪৯৫জনকে অত্যাবশকীয় সামগ্রী প্রদান করে। ৫৩৮জনকে ভোজনসামগ্রী, ৬০২জনকে স্বাস্থ্যসামগ্রী এবং ৯১০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত কর্মকর্তা শান্তনু নায়েক ও স্বপন শুক্লবৈদ্য দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকলের প্রতি অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker