India & World UpdatesHappeningsBreaking News
আইসোলেশনে অভিনেতা দিলীপ কুমার
Veteran actor Dilip Kumar in isolation ward

১৭ মার্চ : ভারতীয় সিনেমার একসময়ের জনপ্রিয় মুখ দিলীপ কুমার করোনা আতঙ্কে আইসোলেশনে ভর্তি। ৯৭ বছর বয়সী এই অভিনেতা টুইট করে জানিয়েছেন, আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। স্ত্রী সায়রা বানু সবরকমের খেয়াল রাখছেন। একইসঙ্গে দেশের মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
দেশের জনগণের কাছে অনুরোধ করে তিনি টুইটে লিখেছেন, ‘আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি নিজেদের সুরক্ষিত রাখুন এবং অন্যদের সুরক্ষিত থাকতে দিন। আর তার জন্য যতটা সম্ভব ঘরের মধ্যে থাকতে হবে। এই করোনা ভাইরাস সব সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে।’ সরকারি সমস্ত গাইডলাইন মেনে চলতে অনুরোধ করেছেন তিনি। নিজেকে সুরক্ষিত রাখতে যত কম সম্ভব বাইরে যাবার অনুরোধ করেছেন অভিনেতা।
এর আগেও দিলীপ কুমার হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকবার। কিছুদিন আগেই লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দেশের সব রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মুম্বাইতে ৬৪ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এর আগে কর্ণাটক ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছিল।