Where and When?Barak UpdatesHappeningsBreaking News
রবিবার শিলচরে ভ্যাকসিন মিলবে, সোমবার বন্ধVaccine to be provided on Sunday & not on Monday in Silchar
শিলচর, ৩ জুলাই: রবিবার শিলচর শহরে কোভিড ভ্যাকসিন প্রদান করা হবে l তবে সোমবার শহরে ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে বলে আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার ইউনিটের মেডিকেল অফিসার ডাক্তার রিমা পাটোয়া শনিবার রাতে জানিয়েছেন । এদিকে রবিবার অর্থাৎ ৪ জুলাই তারিখে শহরে ৫টি কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে । ট্রাঙ্ক রোডের আরবান পিএইচপিতে কোভ্যক্সিন দেওয়া হবে রবিবার। এতে অনলাইন রেজিস্ট্রেশনে ৯৫ টি এবং অন স্পট রেজিস্ট্রেশনে পাঁচটি কোভ্যাকসিন দেওয়া হবে। রবিবার অর্থাৎ ৪ জুলাই শহরের চারটি কেন্দ্রে কভিশিল্ড প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এই স্থানগুলি হল শিলচর রংপুরের বিসি রায় মেমোরিয়াল, মালুগ্রামের শ্রীশ্রী রাধারমণ গোস্বামী হাই স্কুল, শিলচর লিংক রোডের টিটি কলেজ এবং শহরের ওয়াটার ওয়ার্কস রোডের হাজী কেরামতুল্লা পাঠশালা l এই চারটি কেন্দ্রের প্রতিটিতে রবিবার ১৮বছরের ঊর্ধ্বে ২০০ জনকে কোভিশিল্ড দেওয়া হবে। শহরের নাগরিকদেরকে কোভিড বিধি মেনে ভ্যাকসিন গ্রহণ করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।