India & World UpdatesHappeningsBreaking News
২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা শীঘ্রইVaccine for age group of 2 to 18 to arrive soon
১৮ মে : আগামী ১০-১২ দিনের মধ্যেই ২ থেকে ১৮ বছর বয়সি শিশু ও কিশোরের মধ্যে কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রদান করা হবে। নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডাঃ ভি কে পাল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি জানান, কোভ্যাক্সিন উতপাদনকারী সংস্থা ভারত বায়োটেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত ১১ মে শিশুদের ওপর এই ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে চালানোর অনুমতি দিয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে ভারত বায়োটেক শিশুদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়েছিল। তখন টিকা প্রস্তুতকারী সংস্থাকে বলা হয়েছিল, আগে প্রাপ্তবয়স্কদের ওপর এই টিকা প্রয়োগ করা হোক।