India & World UpdatesHappeningsBreaking News
আফগানিস্তানে আইএস ঘাঁটিতে মার্কিন হানাUS drone strikes ISIS after Kabul blasts
ওয়েটুবরাক, ২৮ আগস্টঃ কাবুল বিমানবন্দরে হানার প্রেক্ষিতে আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ড্রোন হামলা চালাল মার্কিন সেনা। তাতে বিমানবন্দর বিস্ফোরণের মূল চক্রী নিহত হয়েছে বলে দাবি আমেরিকার।
আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনার ক্যাপ্টেন বিল আর্বান বলেছেন, আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রীর মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই তাঁর দাবি।
আমেরিকা যে এমন ধরনের অভিযান চালাতে যাচ্ছে, তা প্রেসিডেন্ট জো বাইডেনের কথাতেই স্পষ্ট ধরা পড়েছিল। শুক্রবারই তিনি পেন্টাগনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি চায়, তাদের আমরা জানি। আমরা তাদের ক্ষমা করব না। আমরা তাদের ছাড়ব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর মূল্য চোকাতেই হবে।’’ তার এক দিন পেরতে না পেরতেই কাবুল বিস্ফোরণের মূল চক্রীকে খতম করার দাবি করল আমেরিকার সেনা।