Barak UpdatesHappeningsBreaking News
মালুগ্রামে উড়ান-ডেফোডিলসের ত্রাণ বিতরণUraan & Daffodils distribute food items in Malugram
১১ এপ্রিল: সামাজিক সংগঠন ‘উড়ান’ এবং ‘ডেফোডিলস এডুকেশন্যাল ট্রাস্ট’ লকডাউন দুর্যোগের সময়ে দুস্থদের পাশে দাঁড়াল৷ যৌথ ব্যবস্থাপনায় তারা বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের ৩০০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী তুলে দেয়৷ এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন এবং সাবান। শনিবার এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, ডিএসএর সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং, সমাজকর্মী বাসুদেব শর্মা এবং দুই সংস্থার পক্ষে নবেন্দু দে, দিব্যেন্দু দে, সন্দীপন দত্ত পুরকায়স্থ, জয়দীপ দত্ত, রাজর্ষী চক্রবর্তী, দেবজ সুমন্ত, অরিন্দম অর্জুন, রাখু দেব, বিপ্লব দাস, অনিমেশ দে,অভিজিৎ দে, কার্তিক বনিক, জাদুগোপাল চট্টোপাধ্যায়, অরিন্দম চৌধুরী, অরিজিৎ চৌধুরী প্রমুখ।
দুই সংস্থার পক্ষে জানানো হয়েছে, এদিনের এই ব্যবস্থাপনায় স্থানীয় এবং প্রবাসী শুভানুধ্যায়ীরাও বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।