NE UpdatesAnalyticsBreaking News
২২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল ইউপিপিএল
UPPL declares list of 22 candidates for BTC polls

১৬ মার্চ : আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বিটিসি নির্বাচনের জন্য বড়ো নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল অর্থাৎ ইউপিপিএল দলটি সোমবার ২২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার নির্বাচনে প্রাক্তন আবসু নেতা তথা ইউপিপিএল-এর সভাপতি প্রমোদ বড়ো গয়াবাড়ি কেন্দ্রে, এনডিএফবি নেতা তথা বড়ো শান্তিচুক্তির স্বাক্ষরকারী গোবিন্দ বসুমাতারি ভৈরবকুণ্ড এবং রঞ্জিত বসুমাতারি ওরফে বি আর ফেরেঙ্গা চিরাং দুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী তালিকা
১) যমদুয়ার কেন্দ্র – জিরণ বসুমাতারি ২) সরাইবিল – শীলা বসুমাতারি ৩) কচুগাও – উকিল বসুমাতারি ৪) দতমা – জ্ঞাতিরন্দ্র ব্রহ্ম ৫) দেবরগাও – বুদ্ধ দেব মুসাহারি ৬) বাউখুংগ্রি – প্রতিভা ব্রহ্ম ৭) চিরাং – মাওটি ব্রহ্ম হাজওয়ারি ৮) চিরাং দুয়ার – রঞ্জিত বসুমাতারি (বি আর ফেরেঙ্গা) ৯) কাজলগাও – রংগ্রা নার্জারি ১০) নিসিমা – নির্মল কুমার ব্রহ্ম ১১) সুভইজার – গুণেশ্বর গয়ারি, ১২) মানস সেরফাং – সুরেশ দৈমারি ১৩) বাগানপাড়া – কাটিরাম বড়ো ১৪) দরংজুলি – ফণীন্দ্র বসুমাতারি ১৫) নাগ্রিজুলি – সুশীল দাস ১৬) গয়াবাড়ি – প্রমোদ বড়ো ১৭) সুকলাই সেরফাং – প্রদীপ বড়ো ১৮) গোরেশ্বর – পবিত্র কুমার বড়ো ১৯) খিরাবাড়ি – বাবুল বসুমাতারি ২০) খালিং দুয়ার – দিলীপ বড়ো ২১) ধনশ্রী – রুজুগৌরা মুসাহারি ২২) ভৈরবকুণ্ড – গোবিন্দ বসুমাতারি