NE UpdatesBarak UpdatesHappenings

নিজের হাত কেটে রক্ত দিয়ে লিখে প্রতিবাদ বিধায়কের
Unique Protest: Congress MLA writes with blood, demands revival of paper mills

৩ ডিসেম্বর : নিজের রক্ত দিয়ে লিখে রাজ্যের বিভিন্ন সমস্যার প্রতিবাদ জানালেন মরিয়ানির কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মি। মঙ্গলবার বিধানসভার অধিবেশন চলার সময় তিনি এই অভিনব প্রতিবাদ জানান। রাজ্যের দুটি কাগজ কল, একটি চা বাগান ও একটি ফার্টিলাইজার ফার্ম বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ।

রক্ত দিয়ে লেখার সময় কোনও নিরাপত্তা রক্ষীকে বিধায়ককে আটকাতে দেখা যায়নি। বিধায়ক নিজের হাত কেটে বের হওয়া রক্ত দিয়ে প্লে-কার্ড লিখলেন, ‘জাতি, মাটি, ভেটির নামে অসমিয়াদের ভাবনা ও ভবিষ্যতকে আমরা বিক্রি হতে দেব না’। সঙ্গে তিনি লিখেছেন, ‘জয় আই অহম’।

তবে কংগ্রেস বিধায়ক নিজের রক্ত দিয়ে লেখার আগে কাগজে এ সংক্রান্ত আরও কিছু প্রতিবাদী শব্দ আগেই লেখা ছিল। প্লে-কার্ডে লেখা ছিল, নগাঁও এবং কাছাড় কাগজ কল, নামরূপ ফার্টিলাইজার প্ল্যান্ট, হাতিমারি চা বাগানের মতো প্রতিষ্ঠানগুলো আসামের মানুষের লাইফলাইন হিসেবে চিহ্নিত। এই শিল্পোদ্যোগ গুলো রাজ্যের বহু মানুষের জীবিকার ব্যবস্থা করেছে।

শেষে অবশ্য বিষয়টি আইনি ও পরিষদীয় দৃষ্টিতে দোষণীয় বলে নানা কথা উঠতে শুরু হলে বিধায়ক কুর্মি অধ্যক্ষ হীতেন্দ্রনাথ গোস্বামীকে চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker