Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচির সূচনা
ওয়ে টু বরাক, ১ আগস্ট : গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড়েও “অমৃত বৃক্ষ আন্দোলনের” মাধ্যমে ১ লক্ষ ১২ হাজার বৃক্ষরোপণ করার লক্ষ্য নিয়ে শুক্রবার শিলচরে ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
রাজ্যের বনবিভাগের মুখ্য বন সংরক্ষক রাজীব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা কমিশনার রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, এপিডিসিএল-এর ডিরেক্টর নিত্যভূষণ দে প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা গত বছর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্যোগী ব্যবস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় জানানো হয়, সমগ্র রাজ্যে মোট তিন কোটি বৃক্ষচারা রোপন করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কাছাড়ে ১ লক্ষ ১২ হাজার গাছের চারা আগামী ১৫ দিনের মধ্যে বন্টন করা হবে, যাতে এগুলি সমগ্র জেলায় রোপণ করা হয়। ছাত্র-ছাত্রী, আত্মসহায়ক গোষ্ঠী এবং অন্যান্য সংগঠনের মধ্যে এগুলো তুলে দেওয়া হবে। অংশগ্রহণকারীদের তাদের মায়ের সঙ্গে ছবি আপলোড করার জন্য উৎসাহিত করা যেতে পারে। এরজন্য শিলচর ডিভিশনের ফরেস্ট কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে বলে জানানো হয়।
এই সভায় অন্যান্যদের মধ্যে কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে, শিলচর পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার ভানলাল নিমপুইয়া নাম্পুই, জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার বিজয় পালবে, সহকারী কমিশনার তথা তথ্য ও জনসংযোগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর বহ্নিখা চেতিয়া ও লক্ষদীপ গগৈ সহ বন বিভাগের বিভিন্ন আধিকারিক এতে অংশ নেন। বিশিষ্ট ব্যক্তিরা পরে বিতরণের জন্য থাকা গাছের চারা বাহনের “ফ্লাগ অফ” করেন।