Barak UpdatesHappeningsBreaking News
লাচিতের ৪০০তম জন্মজয়ন্তীতে ৪০০ প্রদীপে আলোকিত ভারত বাংলা সীমান্ত
প্রেস ক্লাব করিমগঞ্জ ও জেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী কার্যসূচি
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর : বীর লাচিতের ৪০০তম জন্মজয়ন্তী উপলক্ষে ৪০০ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল কুশিয়ারার ভারত-বাংলা সীমান্ত ।
গোটা দেশ জুড়েই এ বার বীর লাচিতকে নানা অনুষ্ঠানের মধ্যে স্মরণ করা হচ্ছে৷ তবে করিমগঞ্জে অভিনব ভাবে বীরযোদ্ধাকে শ্রদ্ধা জানানো হল । প্রদীপ নদীতে ভাসান দিতে যেমন অগণিত মানুষের আগমন ঘটে, তেমনি এই দৃশ্য দেখতে এপার বাংলা ওপার বাংলার আরও বহুগুণ মানুষ জমায়েত হন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগ এবং প্রেসক্লাব করিমগঞ্জের ব্যবস্থাপনায় বিসর্জন ঘাটে লাচিত বরফুকনের মর্মর মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর মন্ত্রপাঠ ও মহিলাদের শঙ্খ, উলুধ্বনির সঙ্গে সঙ্গে ৪০০ মাটির প্রদীপ বিসর্জন দেওয়া হয় কুশিয়ারা নদীতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো, করিমগঞ্জের পুরসভাপতি রবীন্দ্র দেব, উপ-সভাপতি সুখেন্দু দাস, প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হবিবুর রহমান চৌধুরী, সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ডঃ শর্মিষ্ঠা খাজাঞ্চি প্রমুখ ।
অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো বলেন, প্রেস ক্লাবের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রদীপ বিসর্জনের যে অনুষ্ঠান হয়েছে তাতে একদিকে যেমন বীর লাচিতের প্রতি শ্রদ্ধা জানানো হল, অন্যদিকে সর্বস্তরের নাগরিকের কাছে এক ভ্রাতৃত্বের বার্তা তুলে দেওয়া গেল ।
প্রেসক্লাবের সভাপতি মিহির দেবনাথ বলেন, “আমরা সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে এবার বীর লাচিতের জন্মদিবস পালন করলাম৷ আগে বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সবশেষে ৪০০ প্রদীপ বিসর্জন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হল। আগামী দিনেও সমাজের একতার জন্য প্রেসক্লাব কাজ করে যাবে।”