NE UpdatesIndia & World UpdatesBreaking News
বন্ধ হয়ে যাচ্ছে ইউজিসির গুয়াহাটি কার্যালয়UGC going to shut its regional office (NERO) in Guwahati
ওয়ে টু বরাক, ১৩ নভেম্বর : ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি তাদের সবগুলো আঞ্চলিক কার্যালয় বন্ধ করে দিচ্ছে। সে অনুযায়ী এ বার বন্ধ হচ্ছে ইউজিসির গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়। বর্তমানে সারা দেশে ইউজিসির ছয়টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এগুলো পুনে, হায়দরাবাদ, ভোপাল, গুয়াহাটি, বেঙ্গালুরু ও কলকাতায় রয়েছে।
এখন থেকে ইউজিসির সব ধরনের কাজ দিল্লির মুখ্য কার্যালয় থেকে পরিচালিত হবে। কর্মরত সবাইকে আঞ্চলিক কার্যালয় বন্ধ করে দিল্লি যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, নতুন শিক্ষানীতি প্রবর্তনের জন্য দিল্লিতে আরও বেশি লোকের প্রয়োজন। আর সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক এম কে শ্রীধর বলেন, ইন্টারনেটের যুগে এখন আর আঞ্চলিক কার্যালয়ের প্রয়োজন নেই।