HappeningsBreaking News

ডিমা হাসাও ভেঙে দুটো জেলা হচ্ছে
Two districts to be formed by bifurcating Dima Hasao

৬ ফেব্রুয়ারিঃ অসমের ডিমা হাসাওকে দুটি জেলায় ভাগ করা হবে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার তাঁর বাজেট বক্তৃতায় এই ঘোষণা করেন। তবে কীভাবে বিভাজিত হবে, এ নিয়ে কিছু বলেননি তিনি।

আগে এই জেলার নাম ছিল উত্তর কাছাড়। ২০১১ সালে ডিএইচডি-র জুয়েল গোষ্ঠীর সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন নামকরণ হয় ডিমা হাসাও অর্থাত ডিমাসাদের অঞ্চল। এমন নামকরণের পর থেকেই জেলা বিভাজনের দাবি ওঠে। অডিমাসা জনজাতিগোষ্ঠীগুলি জোট বাঁধে। গঠন করে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট। তাদের দাবি, ডিমাসা এলাকাগুলি বাদ দিয়ে পৃথক জেলা তৈরি হোক।

গত ৮ বছরে বহুবার তারা বনধ, রেল রোখো করেছে। মারদাঙ্গাও কম হয়নি। ফলে অর্থমন্ত্রীর ঘোষণায় তারা খুশি। তবে তাদের দাবিমতো সীমা-বিভাজন হয় কিনা, সে দিকে নজর রাখছেন তারা। ডিমাসা সংগঠনগুলি আগে এই দাবির বিরোধিতা করছিল। বুধবার অবশ্য তারা এ নিয়ে মুখ খুলেননি। জেলা ভাঙার প্রক্রিয়া, সীমা, লাভ-লোকসান ইত্যাদি আগে দেখে নিতে চাইছেন। একাংশ ডিমাসা নেতার যুক্তি, পৃথক জেলা হলে একজন বিধায়কও বাড়বে, তাতে অঞ্চলেরই লাভ। এখন ডিমা হাসাও জেলায় একটি মাত্র বিধানসভা আসন রয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker