SportsBreaking News
ব্যাটে- বলে দুরন্ত শমিক, জিতল টাউন
১৭ ডিসেম্বর : প্রথমে ব্যাটে , তারপর অবদান রাখলেন বল হাতে। শমিক দাসের অনবদ্য পারফরম্যান্সে নারায়ণ পাল স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় আরও একটি জয় পেল টাউন ক্লাব। আজ তারা হারাল ইটখোলা এসিকে। প্রথমে ব্যাট করতে নেমে টাউন নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৩ রান। এই রান তাড়া করতে নেমে ইটখোলা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৭ রান।
জয়ের জন্য দরকার ছিল ২০৪ রান, এই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ইটখোলা। টাউনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিঙের ফলে নিয়মিত ব্যাবধানে একের পর এক উইকেট হারায় ইটখোলা। বিশ্বজিৎ ভট্টাচার্য ( ৩৬), অভিজিৎ সিংহ রায় (৫১) , সাদেক ইমরান চৌধুরী ( ১৮), অভিষেক চক্রবর্তী ( অপরাজিত ১৪) লড়াই চালানোর চেষ্টা করেন। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ইটখোলার ব্যাটিং অর্ডার দুমড়ে দেন শমিক দাস। বত্রিশ রানে দখল করেন চার উইকেট। সুদর্শন সিনহা পেলেন দুই উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টাউন ২০৩ রান করে ৯ উইকেটে। শমিক দাস ( ৪৪) ও রাহুলকরণ মজুমদার (৪০) ব্যাটে সাফল্য পান। এছাড়া অভিজিৎ পাল (২৬), ইয়াসির আলি (২৩), মৃণালকান্তি নাথ (২৮), কৃশানু দত্ত ( ১২) ব্যাটে অবদান রাখার চেষ্টা করেন। বিপক্ষের অভিজিৎ সিংহ রায় পেলেন দুই উইকেট । ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান শমিক। তার হাতে পুরস্কার তুলে দিলেন হেমরঞ্জন দাস।