Barak UpdatesBreaking News
বাংলাদেশে পাচারের পথে মহিষ বোঝাই ট্রাক আটক পাইকানে
Truck loaded with buffaloes on way to Bangladesh apprehended at Katigorah

২৮ মেঃ পশ্চিম কাটিগড়ার পাইকানে মহিষ বোঝাই লরি আটকের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। বাংলাদেশে পাচারের জন্য মহিষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। সোমবার রাত ১১টা নাগাদ এএস১১ডিসি ৯৯১২ নম্বরের একটি ট্রাক পাইকানে দাঁড়ানো ছিল।
স্থানীয় জনতা ট্রাকে কী আছে জিজ্ঞেস করতেই চালক, সহকারী চালক পালিয়ে যায়। খবর পেয়ে গুমড়া পুলিশের ইনচার্জ রাজীব বর্মণ সেখানে পৌঁছান। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১১ টি মহিষ নিজেদের হেফাজতে নিয়ে যান।বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিও।
উল্লেখ্য, এর আগে ২১ মে রাত আটটা নাগাদ এএস ১১ বিসি ৬৮১১ নম্বরের একটি ট্রাক থেকেও ১২টি মহিষ আটক করেছিলেন দিগরখালের জনগন। পরে ট্রাক সহ মহিষগুলি গুমড়া পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এলাকাবাসী অভিযোগ করেন, প্রায় প্রতি রাতে ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে বরাকের গরু-মহিষ পাচার হচ্ছে। ওই রুটকে গরু মহিষ পাচারের সেফ জোন হিসাবে ব্যবহার করছে সমাজবিরোধীরা।
এরা বরাকের গরু মহিষ নিয়ে মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার করছে বলেই অভিযোগ।