NE UpdatesHappeningsBreaking News

করোনায় মৃত্যু হল ত্রিপুরায়
Tripura registers its 1st death due to COVID-19

৯ জুন : করোনায় প্রথম মৃত্যু নথিভুক্ত হল ত্রিপুরায়। ফলে ভাইরাস আতঙ্ক আরও বাড়ল রাজ্যে। মঙ্গলবার আগরতলা জিবি হাসপাতালে মারা যান কোভিড-১৯ আক্রান্ত ৪২ বছরের বিশ্বকুমার দেববর্মা। সরকারি সূত্রমতে, পশ্চিম ত্রিপুরার প্রত্যন্ত চাচু বাজার এলাকার বিশ্বকুমারকে হার্টের সমস্যার জন্য মে মাসের প্রথমদিকে ভর্তি করা হয় হাসপাতালে। গত বুধবার তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। আর সাত দিনের মাথায় তাঁর প্রাণ কেড়ে নেয় এই মারণ ভাইরাস। মঙ্গলবার বিকেলে ৩ টায় মৃত্যু হয় বিশ্বকুমারের।

Rananuj

মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানান, উচ্চরক্তচাপ ছিল বিশ্বকুমার দেববর্মার। ১ মে স্ট্রোকও হয় তাঁর। তাই শারীরিক নানা সমস্যায় শুরু থেকেই জর্জরিত ছিলেন। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। যাবতীয় প্রয়াস ব্যর্থ করে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বকুমার। মৃতদেহের দাহকার্য করার জন্য শ্মশান মিলছিল না৷ সব জায়গায় আপত্তি ওঠে৷ শেষে অবশ্য করোনা প্রটোকল মেনে শেষকৃত্য সম্পন্ন হয়। এ দিন, রাজ্যের একমাত্র করোনা মৃত্যু নিয়ে টুইটও করেন মুখ্যমন্ত্রী বিপ্লব।

এদিকে ,আইনমন্ত্রী রতনলাল নাথ জানান,  মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা করবে সরকার। সেই অনুযায়ী মৃত দেববর্মার পরিবার ১০ লক্ষ টাকা অনুদান পাবে৷ প্রসঙ্গত, এর আগে এক মহিলার করোনা ধরা পড়লে তিনি কোভিড ওয়ার্ডের শৌচাগারে আত্মহত্যা করেছিলেন।

সরকারি সূত্রে এপর্যন্ত  সাড়ে আটশ’র কাছাকাছি ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে রাজ্যে। মঙ্গলবার নতুন করে ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একইদিনে ১৪৫০ লালারসের নমুনা পরীক্ষা করার পর এসেছে এই ফলাফল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker