HappeningsBreaking News
৪৪০০ বোতল অবৈধ মদ বাজেয়াপ্ত করল ত্রিপুরা পুলিশ
Tripura police seizes 4400 bottles of illegal liquor

১২ জানুয়ারিঃ আসাম থেকে ত্রিপুরায় নিয়ে যাওয়ার পথে ১০ লক্ষ টাকার বিদেশি মদ আটক করল ত্রিপুরা পুলিশ। শনিবার সকালে একটি ছয় চাকার লরিতে করে অবৈধ বিদেশি মদ ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগেই ওঁত পেতে বসেছিল পানিসাগর পুলিশ। একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাককে দেখে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ গাড়িটির মাল সম্পর্কে চ্যালেঞ্জ জানিয়ে তল্লাশি শুরু করে। আর এতেই প্রায় ৪৪০০ বোতল মদ উদ্ধার হয়। এ ঘটনায় গাড়িচালকও ধরা পড়ে।
পানিসাগর থানার ওসি বিভাসরঞ্জন দাস জানান, শনিবার সকাল নয়টা নাগাদ লরিটি খুব দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সন্দেহ হওয়ায় তারা তল্লাশি করেন। এই লরি থেকে ৪৪০০টি মেঘালয়ে তৈরি মদের বোতল উদ্ধার হয়। যার বাজার মূল্য অনুমানিক দশ লক্ষ টাকা। তিনি জানান, এ ঘটনায় কাঞ্চনপুর এলাকার লরি চালক নরেন্দ্র নাথকে আটক করা হয়। সে পুলিশকে জানায়, করিমগঞ্জের দুই ব্যবসায়ীর কাছ থেকে এই মদ পানিসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল।