৫ জানুয়ারি : ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার বদরপুর রেলস্টেশনে বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়েছে। রেল বিভাগের শাখা সংগঠন ফাউন্ডেশনটির অধীনে ২০ দিন ব্যাপী এই শিবির চলবে৷ মেডিসিন, সার্জারি, ইএনটি, ডেন্টাল, শিশুরোগ এবং মৃগী সমস্যার চিকিৎসা করা হবে। রেলের ৭টি কামরা সহ রেল বিভাগের বদরপুর রেলওয়ে হাসপাতালটি এই চিকিৎসা শিবিরে ব্যবহার করা হবে। ‘লাইফ লাইন এক্সপ্রেস’ নামক শিবিরটিতে প্রয়োজনে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
মঙ্গলবার বদরপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন। স্বাগত ভাষণে ফাউন্ডেশনের কর্মকর্তা চন্দ্রকান্ত দেশপান্ডে জানান, শিবিরে প্যাপস্মিয়ার, মেমোগ্রাফি ইত্যাদি বিভিন্ন ধরনের ডায়াগনোস্টিক টেস্ট বিনামূল্যে করা হবে৷ তিনি উপত্যকার জনসাধারণকে এই চিকিৎসা শিবিরের সুযোগ নেওয়ার আবেদন জানান।