NE UpdatesBarak UpdatesHappenings
সবুজসংকেত, ২২ তারিখ থেকে ট্রেন চলবে পাহাড় লাইনে
Trains to ply on hill section from 22 July

ওয়েটুবরাক, ১৬ জুলাই ঃ অবশেষে ডিআরএম গোটা পাহাড় লাইন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন। তাঁর সবুজসংকেতের পর আর কোনও অপেক্ষার প্রয়োজন পড়ে না। তাই আশা করা হচ্ছে, আগামী ২২ তারিখ থেকে পাহাড় লাইনে আগের মতোই যাবতীয় ট্রেন চলাচল করবে।