NE UpdatesHappeningsBreaking News

শনিবার থেকে গুয়াহাটি-হাফলঙ ভিস্টাডোম
Train with vistadome coaches to ply between Guwahati & Haflong from Saturday

ওয়েটুবরাক, ২৭ অগস্ট : উত্তর-পূর্বেও ভিস্টাডোম চালাতে চলছে রেল দফতর৷ সহযোগিতায় অসম সরকারের পর্যটন বিভাগ৷ আগামী শনিবার এটি গুয়াহাটি থেকে প্রথম যাত্রা করবে৷ পাহাড় লাইন ধরে প্রকৃতির বুক চিরে চলবে হাফলং পর্যন্ত৷ প্রতি বুধ ও শনিবার ভোর ৬টা ৩৫ মিনিটে এটি রওয়ানা হবে৷ হাফলঙে পৌঁছাবে বেলা ১১টা ৫৫ মিনিটে৷ আবার বিকাল ৫টায় হাফলঙ থেকে ছাড়বে ভিস্টাডম৷

Rananuj

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা জানিয়েছেন, আপাতত গুয়াহাটি-হাফলং চললেও এটি তাদের বদরপুর বা শিলচর পর্যন্ত চালানোর ইচ্ছা রয়েছে৷ আরও কোচ এলে চালানো হবে ডিব্রুগড় এবং নাহারলোগান লাইনেও৷ তাঁর কথায়, পর্যটকদের আকৃষ্ট করতে এক বিশেষ ধরনের কোচ হল ভিস্টাডাম৷ এর ভেতরে দাঁড়িয়ে-বসে চারদিক থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়৷ আইআরসিটিসি ভেতরে খাবারেরও ব্যবস্থা করেছে৷ জেনারেল ম্যানেজার সহ সকলেই আশাবাদী, এর মধ্য দিয়ে এই অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker