Barak UpdatesHappeningsBreaking News
মালেগড়ে ট্যুরিস্ট লজ হবে, জায়গা চূড়ান্ত করছে বিএসএফTourist lodge to be built at Malegarh, BSF to finalise the spot
ওয়েটুবরাক, ২৭ জুন: পর্যটন কেন্দ্র হতে চলেছে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের রণভূমি লাতু-র মালেগড় টিলা । শহিদ স্মারক স্থলে নির্মাণ হচ্ছে ট্যুরিস্ট লজ । বিগত সরকারের কার্যকালেই এ জন্য বরাদ্দ হয়েছিল ৪৭ লক্ষ টাকা।
আজ রবিবার ওই এলাকা পরিদর্শন করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা৷ সঙ্গে ছিলেন পাটকাই ট্রেকার্সের সদস্যরা । ঐতিহাসিক মালেগড় টিলাকে আসাম পর্যটন বিভাগের মানচিত্রে অন্তর্ভুক্ত করার দাবি পাটকাই ট্রেকার্সই তুলেছিল৷ কাঁটাতার ঘেষা হলেও মালেগড়ের মাটিতে ট্যুরিস্ট সেন্টার নির্মাণে বিএসএফের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ৭ নম্বর ব্যাটেলিয়নের এডজ্যুটেন্ট এস কে উপাধ্যায় । এনিয়ে আগামীকাল জেলাশাসকের সঙ্গে বিএসএফের তরফে বৈঠক রয়েছে বলে জানান তিনি । ২৯ জুন ওই নির্মাণ স্থান নির্ধারণের জন্য বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দীনেশ বরা সেখানে যাবেন ।
রবিবার মালেগড় পরিদর্শনে উপাধ্যায় ছাড়াও ছিলেন ডেপুটি কমাডেন্ট রঘুরাজ সিং, সুতারকান্দি বিওপি কোম্পানি কমান্ডার বিপি সিং এবং লাতু পোস্ট কমান্ডার ডি কে দাস । পাটকাই ট্রেকার্সের পক্ষে মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, জেলা সমন্বয়ক অরূপ রায়, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস, এস এম জাহির আব্বাস, সুজন আহমেদ প্রমুখ উপস্থিত থাকেন।
প্রসঙ্গত ১৮৫৭ সিপাহী বিদ্রোহের সময় ১৮ ডিসেম্বরে তারিখে মালেগড়ে টিলায় শহিদ হন ২৬ বীর সেনানী। দেশীয় বীর সিপাহীদের সেখানেই সমাধিস্থ করে ব্রিটিশ বাহিনী ।