Barak UpdatesHappenings

ফি মকুব দাবিতে মশাল মিছিল শিলচরে
Torch rally taken out in demand of fee relaxation

২২ জুলাইঃ ফি মকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটি’র উদ্যোগে সোমবার ছাত্র-ছাত্রীরা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মুর্তির পাদদেশ পর্যন্ত এক মশাল মিছিল করে। হাতে হাতে মশাল নিয়ে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা সকল ছাত্রদের বিনামাশুলে ভর্তির দাবি তোলে।  মিছিল শেষে সংগঠনের কর্মকর্তারা বলেন, আসামের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ কেড়ে নিতে চাইছেন । লাগাতার আন্দোলন চললেও তাঁরা কোনও কথা বলছেন না । এই পরিস্হিতিতে ছাত্রদের শক্তিশালী আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনও উপায় নেই । তাঁরা বলেন, এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয়। গণ-আন্দোলনের রূপ ধারণ করেছে । এই আন্দোলনে শিক্ষাবিদ, অভিভাবকরাও সামিল হচ্ছেন ।


এদিকে সোমবার শিলচরের ওমেন্স কলেজের ছাত্রীরা তাদের কলেজে ভর্তি ফি গতবারের চেয়ে বারোশো টাকা বেশি বৃদ্ধি করায় অধ্যক্ষের নিকট তা প্রত্যাহার করার দাবি জানায় । অধ্যক্ষ এটি আসাম সরকারের সিদ্ধান্ত বলে ছাত্রীদের জানান । তারা অধ্যক্ষকে স্মরণ করিয়ে দেয়, আসাম সরকার যে ফি নির্ধারণ করে গত ৪ জুন সার্কুলার জারি করে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, কলেজের অধিকার রয়েছে এর চেয়ে কম ফি নির্ধারণ করার । ছাত্রীরা এও বলেন, এই বছর যেহেতু ফি মকুবের সিদ্ধান্ত আসাম সরকার প্রত্যাহার করেছে। তাই এবছর ফি বৃদ্ধি অত্যন্ত অমানবিক । অধ্যক্ষ মনোজ পাল ছাত্রীদের কোনও যুক্তি মানতে রাজি হননি বলেই ছাত্র সংগ্রাম কমিটির অভিযোগ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker