India & World UpdatesHappeningsBreaking News
করোনা আশঙ্কায় ফের বন্ধ হয়ে গেল দার্জিলিং
৯ জুলাই : করোনা আতঙ্কের মধ্যে পর্যটকদের জন্য ফের বন্ধ হয়ে গেল দার্জিলিং। পশ্চিমবঙ্গের শৈলশহর দার্জিলিঙে ভরা পর্যটনের মরশুম থাকলেও কোভিড এবং লকডাউনের জেরে মার খেয়েছে ব্যবসা। তাই আনলক পর্যায় শুরু হতেই পাহাড়ের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় কনটেইনমেন্ট জোন নির্দিষ্ট করে ফের কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া ইত্যাদি জেলায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।
তাই সতকর্তামূলক পদক্ষেপ হিসেবে ৩১ জুলাই পর্যন্ত দার্জিলিংয়ে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল জিটিএ। জিটিএর পক্ষে অনিত থাপা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পর্যটকদের জন্য দার্জিলিংয়ের দরজা খোলা হয়েছিল। কিন্তু রাজ্যজুড়ে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে ৩১ জুলাই পর্যন্ত দার্জিলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতি হলেও সংক্রমণের আশংকা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।