Barak UpdatesBreaking News
To curb rumour in social media, Police meets citizens at Silchar সোশ্যাল মিডিয়া গুজব ছড়াচ্ছে, নাগরিক কমিটির সাহায্য চাইল পুলিশ
১১ ডিসেম্বরঃ সোশ্যাল মিডিয়া গুজব ছড়ায়, বিভ্রান্তি বাড়ায়।এ ব্যাপারে নাগরিক কমি্টির সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কর্তারা। তা প্রতিরোধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহায়তা চান অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, ডিএসপি (ডিআইবি) জিঙ্কি মহন্ত এবং শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী। জগদীশবাবু বলেন, গুজবের পাল্টা জবাব মুহূর্তে দেওয়া গেলেই তা প্রতিরোধ করা সম্ভব।সভায় কলেজপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
উপস্থিত হয়েছিলেন গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব, মহিলা কলেজের অধ্যক্ষ মনোজকুমার পাল, রাধামাধব কলেজের অধ্যক্ষ প্রভাত সিনহা। অধ্যাপক অপূর্ব চক্রবর্তী কাছাড় কলেজের প্রতিনিধিত্ব করেন। জগদীশবাবু বলেন, এই সময়ে আন্দোলনের নামে কলেজছাত্রদের অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দেওয়া হতে পারে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। তাদের নিয়মিত বোঝাতে হবে, প্রতিটি শিক্ষাবর্ষ অত্যন্ত মূল্যবান।
সব ব্যাপারেই নাগরিক সমাজ ও অধ্যক্ষরা পুলিশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তবে তাঁরা বেশি উদ্বিগ্ন ড্রাগসের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হচ্ছে বলে। সবাই একযোগে বলেন, পাড়ায় পাড়ায় নেশাসামগ্রী পাচার কেন্দ্র। তরুণ-যুবকরা সে কারণেই সহজে ফাঁদে পড়ে যায়। পুলিশকর্তারা অবশ্য জানান, গত একমাসে মিশন নিয়ে এরা ড্রাগস ধরে চলেছেন। কিন্তু শিলচরকে পাচারকারীরা করিডর হিসেবে ব্যবহার করে। এর দরুন এত ধরাধরির পরও খুব সাফল্য মেলে না। মায়ান্মার থেকে সেগুলি সহজে শিলচরে চলে আসে। এখান থেকে সেগুলিকে ত্রিপুরায় পাঠিয়ে পরে বাংলাদেশ পাচার করা হয়। তবু পুলিশ কড়া সতর্ক রয়েছে বলে জগদীশবাবু আশ্বস্ত করেন।