India & World UpdatesHappenings
পশ্চিমবঙ্গের নদিয়ায় খুন তৃণমূল বিধায়কTMC leader murdered in Nadia, West Bengal
দুষ্কৃতীকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে রাজনৈতিক দোষারোপ শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপিই সত্যজিৎবাবুকে খুন করিয়েছে। এর পিছনে মুকুল রায়ের হাত রয়েছে বলে তাঁদের সন্দেহ।
প্রাক্তন তৃণমূলি মুকুলবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, দিদির দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন ৪২ বছর বয়সী বিধায়ক। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, আবার প্রমাণিত হল, তৃণমূলের রাজত্বে কেউ নিরাপদ নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকালই সত্যজিৎবাবু তাঁর দেহরক্ষীকে ছুটি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হাসপাতালে গিয়ে সত্যজিতকে শেষবারের মত দেখেন। যান মন্ত্রী রত্না ঘোষও। এই ঘটনার মাত্র কিছুক্ষণ আগে তাঁরা পাশাপাশি বসে ছিলেন। হাঁসখালির অনুষ্ঠানে রত্নাদেবীও গিয়েছিলেন। তাঁকে গাড়িতে তুলে দিয়ে গিয়ে দর্শকাসনে বসেছিলেন সত্যজিত। কিছুক্ষণের মধ্যে গুলির শব্দ।
tab]