Barak UpdatesBreaking News
ডিমা হাসাওয়ে ৩ জঙ্গি গ্রেফতার
Three militants arrested from Dima Hasao

১৩ মার্চঃ ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থেকে মঙ্গলবার রাতে ডিমা হাসাও পুলিশ ইউনাইটেড ট্রাইব্যাল লিবারেশন আর্মির তিন জঙ্গিকে গ্রেফতার করে। গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডিএসপি সূর্য্কান্ত মরাংয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী মঙ্গলবার নিউ হারাঙ্গাজাওয়ের লোয়ার বলসল গ্রামে অভিযান চালায়।
ধৃতদের কাছ থেকে একটি ইউএস নির্মিত ৭.৬৫ পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত তিন জঙ্গির মধ্যে সেইমাঙ্গ লৌজেম (৩৪) লোয়ার বলসল গ্রামেরই বাসিন্দা। নাগুমবম চংলইর (২৪) বাড়ি নাগাল্যান্ডের পেরেন জেলার ইনবুং গ্রামে। মেনগেনো লৌভম (২৩) মণিপুরের কাংকপাই জেলার মটবুং গ্রামের বাসিন্দা।
ডিএসপি মরাং বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছিল এরা। লাভ হয়নি। বরং পালাতে গিয়ে এক জঙ্গি জখম হয়। বর্তমানে হাফলং সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং বাকি দুই জঙ্গিকে হাফলং থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।